শান্তি খুঁজি হেতা হোথা শান্তি কেন নাই,
বিশ্ব জুড়ে আগুন জ্বলে মানুষ পুড়ে ছাই!
খাদ্যে আগুন তাই গরীবের পেট’টা পুড়ে খাক,
ওদের খবর কেউ রাখে’না মরলে মরে যাক!
সম্পর্কে আগুন সেতো মন পুড়তে থাকে,
মিলেমিশে থাকতে হবে ক’জন মনে রাখে?
মুখে মুখে নিন্দা আগুন পরচর্চা নামে,
হিংসা আগুন জ্বেলে মানুষ যাচ্ছে জাহান্নামে।
সর্ব কালে দম্ভ আগুন করে যে ছারখার,
দম্ভ পুঁজি করে চলে সকল ব্যভিচার!
ক্রোধের আগুন নিঃস্ব করে বিনাশ ধনে জনে,
ক্রোধ রেখো নিজের বশে সঠিক নিয়ন্ত্রণে!
অবহেলা’র আগুন সেতো জীবন্ত পোড়ায়,
স্বার্থ আগুন ধ্বংস ডেকে সব নিয়ে পালায়!
অবক্ষয়ের আগুন সেতো জীবন করে নাশ,
মিথ্যা আগুন নিভিয়ে করো সত্যে বসবাস।
নানা রকম অশান্তি ‘তে বিশ্বে মানুষ জ্বলে,
সব দীনতা দাও পুড়িয়ে প্রেমের হোমানলে!