কাব্য সুধায় লিখব বলে
ভাবছি একটা পদ্য,
অনেক ভেবে কিছুতেই যে
আসছে নাকো শব্দ।
স্বরবৃত্তের নিয়ম গুলো
সব’ই গেছি ভুলে,
মাত্রাগুলো কেন জানি
যাচ্ছে দেখি দুলে।
মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত
এক্কা দোক্কা খেলে,
মাথায় দেখি গোবর পোড়া
ঘিলু কোথায় গেলে!
রেগে গিয়ে কলমটা যেই
দিলাম রেখে ব্যাগে,
নতুন নতুন অনেক শব্দ
মাথায় তখন জাগে।
কলম খুলে লিখে নিলাম
শব্দ গুলো যত,
দেখলাম শেষে পদ্যটা যে
হলো মনের মতো।
দিদি মনি বেজায় খুশি
ছন্দ ছাড়া পদ্য,
টাটকা টাটকা লেখা দেখি
লেখাটি যে সদ্য।
কবিতাটি ডানা মেলে
সবার মুখে ঘোরে
ভাবনাতেই আছি আমি
স্বপ্ন ছিল ভোরে।
ভোরের স্বপ্ন ডাকে আমায়
পদ্য লিখে ফেলো
ইস্কুলে যে যেতে হবে
এবার পাখা মেলো।