ভুল কে ভুল বলার অধিকার তোমার তো নেই!
প্রতিবাদের সুর না থাকলেও
তুমি অপ্রিয় হবে!
তোমরা যে আপনতা দেখাও সব মেকি!
স্বার্থে ঘি পড়লেই সব ছোঁবল দেবে।
স্টেজে মাইকটি হাতে পেলে সহজে ছাড়তে তো চাও না,
যত পান চিবিয়ে মিষ্টি করে বক্তৃতা দিক–
বুঝবে তার হৃদে মধু অন্তরে বিষ।
নেতাদের মতো তলে তলে কি যে রাজনীতি চলে,
সবাই নিয়মটা এদিক ওদিক করে
নাম কুড়োতে চলে,
পৃথিবী টা এমন কলুষিত সব সময় পোড়া পোড়া গন্ধ লাগে!
কাউকে উপকার করবে সবাই অভিসন্ধি খুঁজতে থাকে!
উপকার করতে না পার পিছনে কটুক্তি চলবে!
রাজনীতি কিন্তু রাজার নীতি নয়
উঠতি রাজা রানীদের নীতি–
বেঁচে থাকতে হলে কূটনীতি রাজনীতি করে চলতে হবে,
তুমি চিৎকার করে প্রতিবাদ করো, সবাই পাগল বলবে,
কেউ বা মারো মারো বলে মারমুখী হয়ে তাড়া করবে!
ঠান্ডা মাথায় হাসতে হাসতে অনেকেই খুন করে দেয়!
কে যে কখন ফাঁসি দেবে বোঝা মুশকিল!
যারা লড়ে করে খান তারা অনেক কৌশল জানে–
তারা যে সমাজটাকে ভালো ভাবে চেনে।
যারা সরল, গরলরা পিষে পিষে মারে।
যারা সব হারিয়ে নিঃস্ব সিঁদুরে মেঘ দেখলে চমকে ওঠে।