অন্ধকার আর ঘাসের মতো মুখ গুঁজে পড়ে থাকে না,
সবুজ এখন ধূসর ধূলিকণার চাদরে ঢাকা,
জোনাকিরা তো কবেই নিয়েছে ছুটি;
চাঁদ জোছনা সংগ্রহে ভীষণ ভাবে ব্যস্ত,
নিঃসীম গভীর আঁধারে চাঁদ বিলিবন্টনে দায়বদ্ধ।
শোভন ঠোঁটের কাছে উচ্চারিত ওম নিঃশ্বাস,
পাগলামির তকমায় মুছে ফেলে অপরাধবোধ,
লতাগুল্মের মতো ঘাস দেয়াল ছুঁয়ে বল্লরী হবে,
অনাদরের ভালোবাসা এগিয়ে যেতে থাকে হাঁটি হাঁটি পা পা করে….
মাটির নরম নীচে একফালি গাঢ় কুয়াশা,
সজীব ঘাসে সোনালী রোদ্দুর ভাব জমায়,
টলটলে শিশির বিন্দু টুপ করে ঝরে চোখের কোণা বেয়ে…..