ইচ্ছেগুলোকে দিলাম হাওয়ায় উড়িয়ে,
এখন তো বসন্ত বাতাসের একটানা বেগ,
বুকের পাঁজরে কিছুটা তাজা শ্বাস ভরে নিই,
যদিও আমার পরাজিত প্রেম তোমাকে ঘিরেই,
বৃষ্টি ভেজা পথে সহযাত্রীর মতোই হেঁটেছি পাশাপাশি,
আসলে গন্তব্য ছিল দুজনেরই ভিন্ন মেরুর…..
আমার সারা সকাল কাটে আক্ষেপ হীন,
যখন সোনালী রোদ্দুরে ভরে যায় বারান্দা,
অধিকারের সীমারেখার মধ্যে আবদ্ধ থাকেনি মন,
তাই সাতরঙা রামধনুতে তোমাকে চেয়েছি রাঙাতে,
অথচ বুঝতে পারিনি কখন যে
ভালোবাসার নীল আকাশ নীল বেদনায় রং পাল্টেছিল……..
ইচ্ছে গুলো আর তেমন কিছুই ভাবায় না,
নির্জন রাতে তারা গুনি নিরলস অলীক কল্পনায়,
যাতনার বিষবাষ্পে দগ্ধ হতে হতে হয়েছি অগ্নিশুদ্ধ,
হাওয়ায় সাথেই এখন চলে মনের নিজস্ব বোঝাপড়া….