পরম্পরায় কিছু সম্পর্ক থাকে বেঁচেবর্তে,
জল বাতাস ছাড়াও চলে ক্ষীণ শ্বাস,
অন্তরায় পাথরকুঁচির ঝক্কি সামলায় ছায়ার মায়া,
গতানুগতিক সুখের আবর্তে পাক খায় লাটিমের মতো।
বয়স বেড়েছে ইটের,
খসে পড়ে পলেস্তারা,
চৌহদ্দি ঘিরে ঝোপঝাড় বনবাদাড়,
দিনের অন্ধকার আলো আছড়ে পড়ে সবুজ শীতল শ্যাওলায়,
শতাব্দী প্রাচীন বসতের কঙ্কাল শরীরে
আজও সযত্নে আঁকা গার্হস্থের মানবিক উল্কি।
লুকিয়ে রাখতে চেয়েছে অন্তঃস্থ ফল্গুধারা,
আবহমান কালের বিবর্তনের কন্ঠে,
কিছু চিহ্ন রেখে যায়
কিছু পড়ে থাকে অজান্তেই….