স্মৃতিকোঠায় ঢুকে পড়েছে বেনোজল,
খসে পড়ে বিবর্ণ হলদেটে পলেস্তারা,
সময়ের ঘোলাজলে পাক খায় অনবরত,
ছড়িয়ে পড়ে ভাঙনের শাখাপ্রশাখা।
চিলেকোঠার অব্যবহৃত সিঁড়িগুলো
ধূসর ধূলির আচ্ছাদনে মুক বধির,
জমিয়ে রাখা ডায়েরির ভাঁজে শুকনো গোলাপ,
লুকিয়ে আছে অনুরাগের মিথ্যে সাক্ষী হয়ে,
অফুরন্ত প্রতিশ্রুতির ফুলঝুরি আজ কাঁটায় বিদ্ধস্ত ।
মৃদু আলোয় আজও খুঁজে চলি
স্বপ্ন পালকে ভর করে ভাসমান আনন্দ,
আকাশে ভেসে বেড়ানো মনের সাতরঙা রংবাহারে
একগুচ্ছ তাজা গোলাপের রক্তিম উচ্ছ্বলতা…..