হে বীর নেতা স্বাধীনচেতা
জন নায়ক তুমি,
নির্ভীক যোদ্ধা জ্ঞানী বোদ্ধা
চরণ তোমার চুমি।
দেশের শৃঙ্খল খুলতে পাগল
বীর সৈনিকের বেশে,
ভীষন রণে লাগলে পণে
মুক্ত করতে দেশে।
বৃটিশ শাসক বড়োই নাশক
অত্যাচারী ভারী,
দেশ পরাধীন করতে স্বাধীন
উন্মুখ নর নারী।
ডাকলে যবে যুবক সবে
ডাকলে ভারত বাসি,
জাগলো সত্ত্বা হৃদয়বত্তা
করলো যুদ্ধ আসি।
তোমার স্মৃতি অমর নীতি
বুকের মাঝে গাঁথা,
বীর নেতাজী সবাই আজি
ঠেকাই পায়ে মাথা।