কুহু তানে কানে কানে
মধুর সুরটি বাজে,
বসন্ত ওই এলো রে সই
মনেতে রঙ সাজে।
আগুন ঢঙে রূপে রঙে
রূপবতী ধরা,
গাইছে পাখি মেলছে আঁখি
মন খুশিতে ভরা।
আমের মুকুল গন্ধে আকুল
বসন্ত বায় লেগে,
কিশলয় মন হয় উচাটন
বিহ্বলতায় জেগে।
প্রেমের পরশ জাগায় হরষ
বসন্ত যেই আসে,
ফাল্গুনী মন পায় আপনজন
সুখের হাসি হাসে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া
সুবাসে মন কাড়ে,
কুটুম পাখি বলছে ডাকি
সুজন এলো দ্বারে।