আকুল ব্যাকুল খুঁজে বেড়াই
কোথায় তারে পাই,
মনটা আমার করলো চুরি
মিছরি কথায় ভাই।
মেলার মাঝে যেদিন সাঁঝে
দেখা রে তার সাথ,
কি যে জাদু ছিলো কথায়
মনটা আমার কাৎ।
চোখের পরে চোখটি রেখে
তাকালো সে যেই,
বললো কথা গড়গড়িয়ে
আমি হারাই খেই।
দেখা হলে প্রাণের মাঝে
ফুটতো খুশির ফুল,
হঠাৎ করে গেলো সরে
পাইনে ভেবে কুল।
অপেক্ষাতে হৃদয় টুটে
অশ্রুভরা আঁখি,
মনচোরা আয়রে ফিরে
দিসনে আমায় ফাঁকি।