তোকে ভালোবেসে হয়েছি প্রেমিকা,
পলাশের রঙে লাল-
সিঁদুর কৌটায় রেখেছি হাত,
সিঁথিটা করবো লাল।
তোকে ভালোবেসে হয়েছি জঘন্য,
তবু মানিনি হার,
তোকে ভালোবেসে পরেছি,
মুক্তার হার।
পলাশ রঙে মেখেছি যে সৌরভ,
বৃষ্টি পারে না ধুতে।
মৌমাছিরা আসে ছুটে
পুষ্প ভেবে ছুঁতে।
তোর মতন নিকোটিন হতে
হয়তো জ্বলেনা আগুন।
বারান্দায় বসে গানের সুরে
মনেতে জাগে ফাগুন।
তোকে ভালোবেসে হয়েছি প্রেমিকা
পলাশের হাত ধরে_
ভিজবো শ্রাবণধারায়,
চলে যাব অচেনা সেই দূরে।
পলাশ বলবি তুই_
তুই একটা পাগলি রে_
‘ভালোবাসি’বলব কত_
আমার চোখে দেখিস রে।