Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অতি শাসন || Maya Chowdhury

অতি শাসন || Maya Chowdhury

অতি শাসন

রিম্পারা চার বন্ধু, বয়সে সব এক। একসঙ্গে লেখাপড়া করে ।বিভিন্ন জায়গায় ঘোরে একইসাথে। বয়স বেশি নয় সতেরো।আধুনিক যুগে প্রত্যেক ছেলেমেয়েদের কোচিং-এ, স্কুলে ছেলে -মেয়ে উভয় বন্ধু থাকে। ওরা যখন পড়তে যায় আরও তিন চারজন বন্ধু একসাথে সাইকেল নিয়ে আসে। পাড়ায় কোন চপের দোকান দেখলে একসাথে চপ কিনে খায়। হয়তো কেউ একজন ট্রিট দেয়, আবার অন্য একদিন একজন দেয়। ছোট বয়সটা একটু আনন্দ করার সময়। এরপরে তো সংসার জীবন সব গতানুগতিকভাবে চলে। সেদিন ওরা একসঙ্গে চপের দোকানের সামনে দাঁড়িয়ে চপ কিনছিল, কিভাবে পরীক্ষা হবে , কোন স্যার কোন নোট দিয়েছেন, কোনগুলো লেখা হয়নি এগুলো ওদের আলোচনার বিষয় ছিল। ওদের সিনিয়র কোন বন্ধুরা বাইরে কেউ নার্সিং, কেউ বা অন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তে গেছে তাই নিয়ে ওদের কথোপকথন। হাসি তামাশা মশকরা ইত্যাদি চলছে ।সেই সময় বীণা কাকিমা তার বাড়ির সদরে বসেছিলেন। হঠাৎ তিনি ডাকলেন রিম্পা কি করছিস? কেন বল? রিম্পা উত্তর দিল ।এদিকে একটু আয়..য়। … হ্যাঁ বল কেন ডাকছিলে?…. তোর পড়াশোনা নেই ? সারাক্ষণ ছেলেদের নিয়ে ঘুরছিস? তোর সাথে কাউকে মিশতে দিতে ভয় ।পড়াশোনার বদলে সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ___তোমার বলা হয়ে গেছে কাকিমা? এবার আমি বলি শোনো। আমাদের সময় আমরা একসাথে পড়াশোনা করি ,একসাথে খাই ।ওরা আমাদের বন্ধু। সবসময় তোমার প্রাচীনপন্থী চোখ নিয়ে যদি আমাদের বিশ্লেষণ করো তাহলে তুমি মেলাতে পারবে না ।তোমাকে যুগের পরিবর্তনের জন্য একটু আধুনিক হতে হবে ।দেখো আমরা সবাই রাস্তায় গল্প করছি, সবাই একসাথে মিলে কথা বলছি। এখানে আমরা তো বন্ধু কাকিমা ।তুমি বয়ঃজ্যেষ্ঠ ।তোমাকে সম্মান করি ভালোবাসি ।তুমি এমন কিছু বলো না আমাদের কষ্ট দেয় ।সবাই আমরা খারাপ নই। অনেক মেয়ে হয়ত কোন কারনে সামাজিক দিক থেকে পিছিয়ে, অনেক সময় দেখা যায় তাদের দোষ ছিলনা। অন্যের দোষে মেয়েটি আজকে বিবাহ বিচ্ছিন্না হয়ে তার বাপের বাড়িতে এসে পড়েছে। পরিশ্রম করে নিজের মতো করে চলছে ।সেখানে কেউ খারাপ নয় গো কাকিমা। খারাপ আমাদের সবার মন। চোখ খুলে দেখতে দেয় না যে সত্যিই মানুষগুলো খারাপ কেন। ঠিক আছে। তোদের বললে অনেক কথা বলিস। নেহাৎ তোর মা আমার বান্ধবী তাই শাসন করেছি। না-গো কাকিমা ।আমরা তোমাকে অনেক কথা বলছি বোঝাবার জন্য ।আজকে তুমি আমাকে যে কষ্টটা দিলে সেই কষ্টটা যদি তোমার মেয়ে পেত তোমার কষ্ট হতো না? কাউকে ছোট করতে নেই। তোমার ভালো আমরা সব সময় চাই ।তুমি খুব ভালো থাকো ।কোন অসুবিধা হলে তুমি আমাদের বলবে, আমরা বন্ধুরা সবাই এসো তোমার জন্য ভাবব। ঠিক আছে? একটা চপ খাও । আমি খাইনা ।আমি তোমাকে খাইয়ে দেবো আমরা কেউ খারাপ নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress