সেই কথা মনে পড়ে গেল,
পাথরের খাঁজে খাঁজে বোবা কথাগুলো,
মাটিতে ঝরে পড়া স্বপ্নহীন দিন,
একটা কাঁচা লঙ্কা এক থালা বাসি
জলে ভেজা ভাত, মায়ের অমলিন হাসি
এ ভাবেই দিন চলে যায়।
উদাস বাউল মাঠ, হা হা করা হাওয়া
হাফপ্যান্টর পকেটে রঙিন স্বপ্নের মার্বেল,
ঘাসের ভেতর থেকে উঠে আসে আশ্চর্য
ছেলে। তার বাপ চলে গেছে না ফেরার
শহরে কতকাল। মায়ের আকুল কান্না।
নদীতে জল বাড়ে।
যে স্বপ্ন থুয়েছিল শাল্মলী ডালে,
তার ক্রোধের আয়ুধগুলি
উদ্বায়ী সময়ের সঙ্গে মিশে গেছে
ক্লান্ত হতাশায়। তবু আছে মন কেমন করা
হাওয়ার চুম্বন। আমাদের প্রেম, আমাদের সন্তান সন্ততি।
আমাদের মৃত্যুর ওপরে উৎর্কীন লিপি–বড় ভালবাসি তোমাকে
হে মহাপৃথিবী।