জীবন যে রকম।
জীবন ত’ এরকমই হয়, সকালে রোদ্দুর মেখে
ফুটাছে মালতী, টগর—আকাশের নীলে সুখের ওম,
হঠাৎ ঝড় ওঠে, কাল মেঘ, বিদ্যুতে বিদ্যুতে ফেটে
পড়ে সমস্ত পৃথিবী—
জীবন ত’ এ রকমই ভালবাসে, ঘৃণা করে,
হঠাৎ মাঝপথে থেমে গিয়ে চেয়ে থাকে অসমাপ্ত
জীবনের কবিতার দিকে।
বাতাসে, আগুনে, জলে উদয়াস্ত আজও মায়াজাল,
আলো এসে ছায়াকে ডাক দি্যে যায়—
“চন্দনা, চন্দনা” বলে একটা লোক, ঝাঁকড়া চুল, ছুটে যায় বাইপাস ধরে, কেন কে জানে?গল্প শেষ হওয়ার
আগেই বাস চলে যায়।
অথবা বিকেলে গড়িয়াহাটার মোড়ে ফ্লাইওভারের নীচে,
একটি যুবক যুবতীকে বলে, “তো্মাকে কঠিন শাস্তি
দোব” মেয়েটি করুণ চোখ মুছে যায় ট্রাফিক সংকেতে।
–কুসুম,কুসুম, তোমার মন নাই? কেন তা জানার
আগেই সরে যায় কাল, মহাকাল।
যে যায় সে যায়, পড়ে থাকে অনন্ত বিশ্বাস, জীবন ত’
এ রকমই হয়।
আসলে আমাদের মর্মমূলে বিঁধে আছে খরশান বাণ,
তার নাম ভালবাসা।
যে বিষ পান করে নীল হয়ে গেছি, তার নাম ভালবাসা।