ন্যায় বিচার
একটি গাধা এক ধোপার বাড়ি থাকত। একদিন বনের মধ্যদিয়ে গাধাটি ধোপার মোট বহন করে বাড়ি ফিরছিল। একটি শেয়ালের সঙ্গে তার দেখা হল বনের ধারে পথে। শেয়াল তাকে দেখে উপহাস করে বলল, তুই চিরকাল গাধাই রয়ে গেলি ভাই। মানুষের সঙ্গে মিশেও তুই, মানুষ হতে পারলি না একটুও।
গাধা বলল, কেন?
শিয়াল বলল, কেন আবার কি?
আকাশের রঙ কি বল দেখি ?
গাধা শুনে নিশ্চিন্ত স্বরে বললো, কেন, আকাশ কালো! শিয়াল বললো… না, আকাশ নীল। গাধা বলল আবার, না আকাশ কালো। দু’জনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। দু’জনের মধ্যে বিতর্ক যখন চরমে উঠলো, তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ সব শুনে, গাধাকে বলল,
যা তুই বাড়ি চলে যা। গাধাকে চলে যেতে দেখে, তারপর শিয়ালকে ঠাস করে এক বিরাশি সিক্তার চড় কসালো। শেয়াল চড় খেয়ে প্রথমটায় হতভম্ব হয়ে গেল। তারপর একটু ধাতস্ত হয়ে শিয়াল বলল , প্রভু এটা কি ন্যায়বিচার বলে আপনার মনে হলো ? আকাশ কি নীল নয়? সিংহ উত্তর দিলো, আকাশ অবশ্যই নীল। কিন্তু আমি তোকে শাস্তি দিয়েছি, কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস বলে। তুই তো জানিস ও গাধা, তবু ওর সঙ্গে কেন তুই তর্কে মেতেছিলি বল? শিয়াল এবার নিজের ভুল বুঝতে পেরে,
মাথা নীচু করে বনের মধ্যে পালিয়ে গেল।