যে যে সংক্রমণে দৃশ্যপটে বিপুল অনুকথন
তার কাছেই সজাগ আমরণ ।
ব্যাকটেরিয়া বা ভাইরাস সদলবলে
আসমান জুড়ে অপেক্ষায়,প্রত্যাশায় …..,
তাদের প্রতি কুর্নিশে গদগদ ভাবখানি
তুলে রাখি সংগোপনে।
এমন গোপনীয়তা নিজস্ব চরাচরে
তুলকালাম বিবৃতিতে প্রচারমুখী মনে-মনে।
এই জানাজানি ,বোঝাবুঝির পরেও
পোকাদের কাছে শর্তহীন বিনম্র আত্মসমর্পণ,
যেন পিপীলিকার পাখাখানি উঠল জেগে
আগুনের সোহাগে আহ্বানে ।