Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মার্কিন নাট্যকার আর্থার অ্যাশার মিলার || Sankar Brahma

মার্কিন নাট্যকার আর্থার অ্যাশার মিলার || Sankar Brahma

মার্কিন নাট্যকার আর্থার অ্যাশার মিলার

আর্থার অ্যাশার মিলার একজন মার্কিন নাট্যকার এবং প্রাবন্ধিক ছিলেন। তার জন্ম – ১৭ই অক্টোবর ১৯১৫ সালে নিউ ইয়র্ক শহরে। ছাত্রজীবনেই নাটক লিখে বেশ কয়েকটি পুরস্কার পান তিনি। পরে বেতার নাটক লেখা শুরু করেন। ইহুদী বিরোধী মতবাদ সম্পর্কে লেখা ‘ফোকাস’ (১৯৪৬) তার একটি অন্যতম নাটক। তার রচিত সবচেয়ে জনপ্রিয় নাটকগুলো হল – ১).অল মাই সন্স (১৯৪৭),
২). ডেথ অব আ সেলসম্যান (১৯৪৯),
৩). দ্য ক্রুসিবল ও আ ভিউ ফ্রম দ্য ব্রিজ (১৯৫৫)।
প্রথমোক্ত দুটি নাটক লেখার জন্য তিনি নিউ ইয়র্কের নাটক সমালোচনা সমিতির পুরস্কার লাভ করেন। ‘ডেথ অব আ সেলসম্যান’ বইটির জন্য তিনি নাটকে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

১৯৪০-এর দশকের শেষভাগ থেকে ১৯৬০-এর দশকের শুরু পর্যন্ত মিলার সরকারের নজরে ছিলেন। পুলিৎজার পুরস্কার লাভের সময় তিনি হাউজ আন-আমেরিকান অ্যাক্টিভিটিজ কমিটির সামনে পরীক্ষিত হন এবং মেরিলিন মনরোকে বিয়ে করেন।
১৯৮০ সালে মিলার সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যাসোসিয়েটস থেকে সেন্ট লুইস সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ১৯৯৯ সালে ডরথি ও লিলিয়ান গিশ পুরস্কার, ২০০২ সালে প্রিন্স অস্টুরিয়াস পুরস্কার, এবং ২০০৩ সালে জেরুসালেম পুরস্কার অর্জন করেন।

তাঁর মঞ্চস্থ নাটকগুলি

১). নো ভিলেন (১৯৩৬)
২). দে টু অ্যারাইজ (১৯৩৭, নো ভিলেন অবলম্বনে)
৩). অনার্স অ্যাট ডন (১৯৩৮, দে টু অ্যারাইজ অবলম্বনে)
৪). দ্য গ্রাস স্টিল গ্রোস (১৯৩৮, দে টু অ্যারাইজ অবলম্বনে)
৫). দ্য গ্রেট ডিজঅবিডিয়েন্স (১৯৩৮)
৬). লিসেন মাই চিলড্রেন (১৯৩৯, নরম্যান রস্টেন-এর সাথে যৌথভাবে)
৭). দ্য হাফ-ব্রিজ (১৯৪৩)
৮). অল মাই সন্স (১৯৪৭)
৯). ডেথ অব আ সেলসম্যান (১৯৪৯)
১০). অ্যান এনিমি অব দ্য পিপল (১৯৫০; হেনরিক ইবসেনের অ্যান এনিমি অব দ্য পিপল নাটক অবলম্বনে)
১১). দ্য ক্রুসিবল (১৯৫৩)
১২). আ ভিউ ফ্রম দ্য ব্রিজ (১৯৫৫)
১৩). আ মেমোরি অব টু মানডেজ (১৯৫৫)
১৪). আফটার দ্য ফল (১৯৬৪)
১৫). ইনসিডেন্ট অ্যাট ভিচি (১৯৬৪)
১৬). দ্য প্রাইস (১৯৬৮)
১৭). দ্য রিজন হোয়াই (১৯৭০)
১৮). ফেম (১৯৭০, একাঙ্ক)
দ্য ক্রিয়েশন অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আদার
১৯). বিজনেস (১৯৭২)
২০). আপ ফ্রম প্যারাডাইজ (১৯৭৪)
২২). দি আর্চবিশপ্‌স সিলিং (১৯৭৭)
২২). দি আমেরিকান ক্লক (১৯৮০)
২৩). প্লেয়িং ফর টাইম (১৯৮০, টিভি নাটক)
২৪). এলিজি ফর আ লেডি (১৯৮২, নাটিকা; টু ওয়ে মিরর-এর প্রথম খণ্ড)
২৫). সাম কাইন্ড অব লাভ স্টোরি (১৯৮২, নাটিকা; টু ওয়ে মিরর-এর দ্বিতীয় খণ্ড)
২৬). প্লেয়িং ফর টাইম (১৯৮৫, মঞ্চ সংস্করণ)
২৭). আই থিংক অ্যাবাউট ইউ আ গ্রেট ডিল (১৯৮৬)
২৮). আই ক্যান্ট রিমেম্বার অ্যানিথিং (১৯৮৭; ড্যাঞ্জার: মেমোরি-এ সংকলিত)
ক্লারা (১৯৮৭; ড্যাঞ্জার: মেমোরি-এ সংকলিত)
২৯) দ্য রাইড ডাউন মাউন্ট মরগান (১৯৯১)
৩০). দ্য লাস্ট ইয়াঙ্কি (১৯৯৩)
৩১). ব্রোকেন গ্লাস (১৯৯৪)
৩২). মিস্টার পিটার্স কানেকশন্স (১৯৯৪)
৩৩). রিজারেকশন ব্লুজ (২০০২)
৩৪). ফিনিশিং দ্য পিকচার (২০০৪)

১০ই ফেব্রুয়ারি ২০০৫ সালে আর্থার অ্যাশার মিলার – রুক্সবুরি, কানেক্টিকাট, যুক্তরাস্ট্রে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *