ঘন কালো মেঘে আকাশ ছেয়েছে বিজলির আনাগোনা,
অশ্রু সজল মেঘের কাজলে বর্ষা সবার চেনা।
আকাশ বাতাস মেঘমল্লার সুরে সুরে ওঠে ভরে,
ক্লান্ত মেঘের সজল চোখের টুপ টুপ জল ঝরে।
মেঘে মেঘে বেলা ছেয়েছে আকাশ ময়ূর পেখম মেলে,
সেজে ওঠে ধরা উৎসবে তাই প্রাণের সুষমা পেলে।
বিরহ ব্যথায় আকুল হয়েছে প্রাণ করে আনচান
বৃষ্টির ছাঁটে প্রকৃতির হাটে সবুজেরা পায় প্রাণ।
কদম ফুলের সৌরভ নিয়ে দয়িতার ভীরু প্রাণে,
সুবাসিত মন সমর্পণের অহেতুক চোরাটানে।
নিবিড় মেঘের আলিঙ্গনেই বৃষ্টিরা ওঠে মেতে,
হারায়ে হৃদয় কবি মন কাঁদে বেদনার ধারাপাতে।
বিরহ বিধুর তবুও মধুর কল্পনা জাল বোনা,
নিবিড় মেঘের কোল জুড়ে শুধু বৃষ্টির আনাগোনা।
মেঘের পরেও রাশি রাশি মেঘ আঁধার যে চারিধার,
নূতন প্রভাত দেখাবে যে পথ নেই দেরী নেই আর।