বাঙালী ঘরের প্রাণের ঠাকুর বিশ্বের দরবারে ,
হৃদয়ের মাঝে অঙ্কিত হয়ে রয়েছ যে ঘরে ঘরে ।
সহজ পাঠের প্রথম আলোয় তোমায় হয়েছে চেনা
সরল সত্যভাষণের মাঝে মুক্তির উপাসনা।
প্রেম ও প্রকৃতি মিলেমিশে গেছে কবিতার আঙিনায় ,
বিমূর্ত ছবি মূর্ত হয়েছে তোমার তিতিক্ষায়।
শব্দের খেলা প্রাণে প্রাণে মেলা মিলনের গান শুনি
সেই কথা ভেবে সুপ্ত আবেগে ‘রচি মম ফাল্গুনী’।
শিলাইদহের পদ্মার বুকে নৈঃশব্দ্যের মাঝে,
শব্দের সাথে শব্দ সাজিয়ে খেলেছ সকাল সাঁঝে।
ছাতিম ফুলের গন্ধ মাখানো আলোর বৈঠা বেয়ে,
তোমার স্মরণে পুলকিত মন হৃদয় যায় যে ছেয়ে ।
যুগান্তরের কবি তুমি আজো বাঙালী মননে বেঁচে,
দক্ষ ডুবুরি মুক্তো এনেছ অতল সাগর সেঁচে।
মৃত্যু মিছিলে হেঁটেছ নীরবে অভিযোগ তবু কই!
নিভৃত প্রাণের দেবতা যে তুমি নতজানু হয়ে রই ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তুমি সেরা,
কর্মের মাঝে সফল জীবন ধন্য হয়েছে ধরা।