২৫শে বৈশাখ আজ,
চৌদিকে ভানুদেবের, সোনালী বলয় আবেশ।
রবি হতে উজ্জ্বল আর এক রবি,
সদা হাস্যময়, চির তরুণ সুবেশ।
আলখাল্লা গায়ে, ঋষি ন্যায় শুভ্র গোঁফ দাড়ি
লম্বিত বাহুদ্বয়, টিকাল নাসিকা উন্নত ললাট।
সৃষ্টিকর্তা ব্রহ্মদেব করিয়াছেন হৃষ্টচিত্তে
উন্মোচন সুদৃশ্য স্বর্গের কপাট!
কবির কবি, স্বরস্বতী বরপুত্র
সর্বগুন বিশিষ্ট সুউচ্চ মহিধর।
সদা প্রাণবন্ত ধীর সুগভীর অর্ণব
অমিত রত্ন ব্যাপক আকর।
নেই তুমি, তবু আছ সমগ্র চিত্ত জুড়ে
অমৃতের পুত্র তুমি, চির নবীন সখা।
চিত্র গানে কবিতায় বিস্তৃতিলাভ আজও
তোমার বিপুল ঝলমলে সুবর্ণ লেখা।