ঝিঙেফুলি সাঁঝ আঁচল পাতে,
সন্ধ্যা তারায় বিলকুল।
বিষের বাঁশিতে ছায়ানট তোলে
বিদ্রোহী কবি নজরুল ॥
ফনী মনসার কাঁটার আঁচড় ,
চক্রবাকের বিরহবিষাদ!
সর্বহারার ধূমকেতু তুমি,
অগ্নিবীণা র সুরের আধার॥
লোটো দলের দুখুর গানে
সুরের জাদুর পরশ আনে ।
মন মজানো মাটির টানে
নজরুল , কবি নজরুল ॥
গুলবাগিচায় সুর তোলো তুমি
নার্গিসী বুলবুল!
লৌহকপাট লোপাট করানো
বিদ্রোহী কবি নজরুল ॥