শ্যামল সবুজ জন্মভূমি ভরা ফলে ফুলে,
দোয়েল – শ্যামা খঞ্জনারা নাচে দুলে দুলে।
দুপুর বেলার নিঝুম প্রহর বৌ কথা কও পাখি,
আড়াল থেকে বৌকে ডাকে চোখকে দিয়ে ফাঁকি।
পরাণ মাঝির ভাটিয়ালি ছড়ায় বহুদূরে,
উদাস বাউল গান গেয়ে যায় মন কেমনের সুরে।
মাঠে ভরা সোনার ফসল দেখতে লাগে ভালো,
চাষী ভায়ের মনের মাঝে জ্বলে খুশির আলো।
ভোরবেলাতে গাছের শাখে বন্দনা গায় পাখি,
ফুলের সুবাস বাতাসে তে সোহাগ যে যায় মাখি।
সবাই যদি অবসরে বৃক্ষরোপণ করে,
পরিবেশকে সুস্থ রাখতে চেষ্টা যতন ভরে।
গাছের থেকেই অক্সিজেনটা পাবে সবে জানি,
ফলে ফুলে ভরবে জীবন সুখের পরশ টানি।
গাছ সবারে ছায়া দিয়ে শীতল করে রাখে,
মায়ের মতো মমতাতে স্নেহের ছোঁয়া মাখে।
গাছ কাটাতেই চারপাশেতে বিষাক্ত যে বায়ূ,
দূষণেতে মরছে বাতাস কমছে লোকের আয়ূ।
গাছ লাগালে বাঁচবে জীবন দূষণ কমে যাবে,
জন্মভূমি মায়ের আশিস শিরে সবাই পাবে।