উজানে ভেসে যেতে যেতে যেতে
স্বপ্নিল আবেশে আবেগে ভাঙন-রেখা
মুকুরে ধরা পড়ে অচিরাৎ।
এমন ভাঙাভাঙির খেলা মনের অতলতলে
কতকাল ঘটমান উদ্দাম উচ্ছ্বাস আচরণে,
নুয়ে পড়ে প্রাণ, নেভে সব আলো,
জীবনে যেন হলাম আংশিক কুপোকাত।
এ হেন সংকটে যথাযথ নিই কুড়িয়ে
বাঁচার একান্ত রসদ,
স্বপ্নেরা আবার উড্ডীন আমার আসমানে
স্থির প্রত্যয়ে জেনেছি প্রকৃতির চরম প্রতিশোধ।
আরো আরো সাবধানী চতুরালি মনন
পদক্ষেপের হিসেব রাখে ঠিকঠাক্,
পিচ্ছিল পথে তবু তবুও হড়কে যায় প্রাণ
প্রচ্ছন্ন রেখেছে তীব্র গরল সামনের বাঁক।