আজকে দেশের বড় বিপদ শুধুই হোঁচট ভুল,
হাঁটছি লড়ছি করি প্রতিবাদ,স্মরণে নজরুল।
কত মাস ধরে বসে আছি ঘরে ভাল্লাগেনা আর
ডুবছে ভাসছে অর্থনীতি,চিন্তায় সময় কাবার।
বিদ্রোহী কবির এ জন্মদিনে,হৃদয় জুড়ে স্মরণ,
বাকি দিনগুলো কেন বেপরোয়া,উশৃংখল চরম!
এই তো সেদিন রবীন্দ্র জয়ন্তী এবার দুখু মিয়া,
স্বার্থপরতায় অতলে দেশ,তোষন তেল মাখিয়া।
অপরিহার্য আজকে তুমি প্রিয় বিদ্রোহী নজরুল
নামেই আমরা অতিআধুনিক প্রতিপদে করি ভুল।
দিকে দিকে বিদ্রোহের আগুন ভয়ংকরতার দানা ভয়ে আমরা সেঁধিয়ে মরি,সব রামগরুড়ের ছানা।
উঠছে লাটে স্বপ্নের ভারত,মুখ থুবড়ে যেন আজ
হায় কি নিয়ম,যোগ্যতা গৌণ,বেকারের নেই কাজ।
বহাল তবিয়তে রাষ্ট্র নেতারা,মুখের বুলি ফানুস,
হৃদয়ে রবি,চেতনায় নজরুল বড্ড ভিড় অমানুষ।
কে ভাঙবে লৌহকপাট,থামাবে অস্পৃশ্য কোন্দল
তোমার ঋণ অপরিসীম,ঘোর আশঙ্কার দল বদল।
রক্ত চোষা ইংরেজ নেই,তবুও শোষণ যন্ত্রে দেশ
অশ্রু সজল বঙ্গ জননী,হাহাকার-ঔদ্ধত্বের রেশ।
যে স্বপ্নে বিভোর ভারত,গাইতো সাম্যেবাদের গান,
সেই একতা আজ কতটা হিন্দু মুসলিমের অম্লান! কবির ভাবনা,দুটি কুসুম অটুট একতার একবৃন্তে
ভাগ্যিস আজ নেই নজরুল,পারতো না এ সইতে।
বিক্রি আজ মনুষত্ব, ভেদ ভাবনার নীতিতে ভীতি
বাস্তবতা-জটিলতা,প্রণাম লহ নজরুল-সম্প্রীতি।