শুনছেন……… ? কেউ শুনছেন…………..?
শেষ হয়ে যাচ্ছে বাংলা সংস্কৃতি।
বিক্রি হয়ে যাচ্ছে বাংলা সাহিত্যের সম্মান গুলো….।
বেঁকে দুমড়ে-মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে
সোজাসাপ্টা মেরুদন্ডের হাড় গুলো।
শুনছেন…..? কেউ শুনছেন ….?
কেউ শুনতে পাচ্ছেন…..?
আমি এক বাঙালি কবি।
আমার চোখের সামনে; নাকের ডগা দিয়ে
খুন হয়ে যাচ্ছে এই বাংলার কতশত বাঙ্গালীর অহংকার
ছিনতাইবাজের হাতে পরাধীন হয়ে পড়ছে আমার রবীন্দ্রনাথ
দাঙ্গাবাজদের কাছে হাস্য বস্তুতে পরিণত হয় স্পষ্ট ভাষার নিরামিষ বাণী
বারংবার হুংকারে আক্রান্ত হয় দেশাত্মবোধক কবিতার কবি।
প্রতিবাদ শব্দটা আজ মুখ থুবরে পড়েছে নেতাদের পদতলে
আমার এই আকুতি আজ কেউ শুনতে পাচ্ছে না,
কেউ না…! কেউ না….! কেউ …..!
শুনছেন …….? কেউ শুনতে পাচ্ছেন……?
এই আধুনিক সভ্যতার ঝাঁ-চকচকে সমাজে
আজকাল কবি-সাহিত্যিকদের ছড়াছড়ি
আজকাল সাধারণ মানুষদের চেয়ে অসাধারণ কবিদের সংখ্যাই বেশি,
বাজারের মূল্যবান ধাতুর মত বিক্রি হয় সম্মান
কখনো কখনো আজকাল সম্মান; যেন ঘুষের সমান
এই নিয়তি; এই অবক্ষয়;
ফেলছে হারিয়ে শিল্প সংস্কৃতি ও মানবিক সমন্বয়।