অনেককিছুই তো দিলে….
জীবনের চাওয়া-পাওয়ার দশমিক ভগ্নাংশে..! সামান্য আবদার,একটু আড়াল কি দিতে পারো?
যে একান্ত ঘেরাটোপ নিরিবিলিতে নিজেকে
খুঁজে পাবো নিজের মতো করে।
জগঝম্পের উত্তাল সমীকরণ থেকে এ যেন
সাময়িক মুক্তির আকাঙ্ক্ষা।
নিজের সাথে সময় কাটানোর বড্ড অভাব,
এই কৃত্রিমতা মাখা আধুনিক যাপন শৈলীতে।
শুধুই ব্যস্ততায় লক্ষ্যমাত্রা ছোঁয়ার তাগিদে
পর্বতারোহী গমনে ভুলে যাই নিজের অস্তিত্ব!
ভুলে যেতে বসি আমি কে,কিসের জন্য এমন আত্মমগ্নতা,নিজস্ব ভালোলাগার পাঁচ ফোড়নে!
কতকাল হয়নি আয়না তুলে নিজেকে প্রশ্ন করা, কেমন আছি,ছিলাম কেমন,আগামীর কি প্রস্তুতি,
তুমি আমি’ সর্বস্ব স্বার্থপর বলয়ে!
চাই না এ ভালোবাসা ,
যা সব ছেড়ে সবার মাঝে থেকেও কাঁটাতারে আবদ্ধ হয়ে শেখায় মানবিক দৈনতার হাতেখড়ি!
তারচেয়ে বরং প্রকৃতির মাঝে একটু নিজেকে, নিবিড় করে পাওয়ার অছিলায় সব ছেড়ে
এগুনোর নামই হোক টক্সিন বিহীন ভালোবাসা।