সাধ জাগে লিখি কাব্য অরিত্রিক ছন্দে,
লাগে যেন শ্রুতি শ্রাব্য লিখি ভালো মন্দে;
ভাবনার ঢেউ মনে হাবুডুবু খায়,
অতুল শব্দের ধনে বেছে নিতে চায়।
সুধা মাখা শব্দ সব রাখা থরে থরে,
হৃদি মাঝে হর্ষ রব দেখে মন ভরে;
পুলকে শিহর জাগে চোখে ঘোর লাগে,
মসি লয়ে শব্দ বাগে বসি প্রেম রাগে ।
কত কত শেখা হয় যদি থাকে মন,
ইচ্ছে যার মনে রয় রচে কাব্য ধন;
অরিত্রিক ছন্দ লিখে পাই মনে রস,
নিষ্ঠা ভরে নিলে শিখে লোকে গাবে যশ।