অনুপম সৃজনে তব সাহিত্যাকাশ আলোকিত,
চেতনার উদ্দীপনা জাগরণে লিখে গেছো কাব্য,
অমিয় বৈভব রস অস্তিত্বের শিরায় বাহিত,
অনুভবে অতুল মুগ্ধতায় শ্রুতিমধুর শ্রাব্য।
জীবন চক্রবূহ্যে ঘূর্ণিঝড়ে বেদনার নিঃশ্বাস,
দিনগত কালক্ষেপণ মাঝে তোমাতেই স্মরণ,
নিরন্তর অশ্রুপাতে আলোকরশ্মি খুঁজে বিশ্বাস,
তুমি সত্যদ্রষ্টা মহাঋষি চিরঞ্জয়ী চিরন্তন।
বিস্ময়ের বিস্ময় রূপে তোমার বাণী কণ্ঠে ঘোরে,
জীবন- চক্র দোলাচলে অপার মুগ্ধতা যে দানে,
নাই ক্ষুধা,নাই জরা, আছে শুধু কাব্য মোহ ঘোরে
বিমোহিত তব শৈল্পিক সত্ত্বা বিশ্ববাসীরা মানে।
দগ্ধ ধস্ত ক্ষয়িঞ্চু সমাজের উত্থানে তব গান,
জাগালে তোমার কল্যাণ হস্তে সবুজিয়া আঘ্রাণ।