বাতাসের নাম তীব্র প্রেম
বুকের ভেতর স্মৃতি রাশি ,
প্রেমিক সুজন আঁকে ফ্রেম
সোহাগ ছোঁয়ায় মৃদু হাসি।
ফাগুন আগুন বক্ষ জুড়ে
ইচ্ছের ফানুস কত শত
প্রজাপতি মন ঘুরে ঘুরে
মধু পানে বুঝি মগ্ন কত।
গোলাপ দিবসে অনুরাগে
বসন্তে জাগায় ভালবাসা
প্রেমিক যুগলে ফুল বাগে
পুরায় মনের সব আশা।
প্রেম জোয়ারের বড্ড ঢেউ
বাঁচবে না আর আজ কেউ ।