একুশ এলে পাঁপড়ি মেলে
শহিদ স্মৃতির ফুল,
আত্মহারা অশ্রুধারা
বিবশ মনের কূল।
ভাষার জন্যে হয়ে হন্যে
আন্দোলনে পণ,
ফেব্রুয়ারি চললো ভারী
শত্রু সাথে রণ।
রাশে রাশে জীবন নাশে
শূন্য মায়ের কোল,
রক্তে ভিজে শহিদ নিজে
রাখে বাংলা বোল।
রক্ত স্নানে আত্মদানে
জীবন করে ক্ষয়,
আনলো জিতে খুশির চিতে
বাংলা ভাষার জয়।
একুশ আসে বাংলা ভাসে
মায়ের চোখে জল,
বাংলা আমার বাংলা সবার
বুকে গর্বের বল