শিক্ষা নিয়ে মানুষ যদি
জ্বালে জ্ঞানের আলো,
সঠিক শিক্ষা তাঁকেই বলে
ঘুচায় যা সব কালো।
জ্ঞানের ভিতটা পোক্ত করতে
চাই প্রকৃত শিক্ষা,
সাধন পথে একাগ্রতার
নিতে হবে দীক্ষা।
সব মানুষের বুকের ভেতর
নানা স্বপ্ন সাজে,
পায় না সুযোগ বিষাদ সনে
ব্যস্ত জীবন কাজে।
শিক্ষা জাগায় চেতনা যে
জাগায় জ্ঞানের প্রীতি,
মনুষ্যত্ব বিবেক বোধে
আঁধার নাশে নিতি।
বিদ্যার চেয়ে বড়ো ধন আর
নাইকো ধরার মাঝে,
জ্ঞানের পরশ যারাই পায়
সুযশ তাঁদের রাজে।