ভালো চিন্তায় সুফল অতি
মন্দ ভাবনায় বিষম ক্ষতি
ভীষণ সত্য কথা,
সুখের পরে দুঃখ আসে
ঝরবে কান্না রাশে রাশে
পাবেই মনে ব্যথা।
এই জগতের নিয়মটা হায়
সুখটা সবাই পেতে যে চায়
চাইলে কি পায় সবে!
জীবন মানেই অনেক জ্বালা
আনতে গেলে জয়ের মালা
লড়াই করতে হবে।
মানব জীবন সময়ের দাস
ডাকলে শমন ছাড়বে যে শ্বাস
সময়টাকে ধরো,
কর্মে মতি রাখলে পড়ে
জীবন যাবে সুখে ভরে
কর্মেতে মন ভরো।
ধরার মাঝে এলেই যদি
কর্মে থাকবে নিরবধি
শপথ নাও যে মনে,
সবার হিতে থাকলে পরে
কাটবে জীবন আনন্দেতে
সৎ চিন্তাটির সনে।