ভাঙরে আগল দেখনা পাগল
বাহির পানে চেয়ে,
আকাশ মাঝে ছন্দ সাজে
গ্রহ তারা ধেয়ে।
বাগ ভরা ফুল গন্ধে অতুল
কিবা শোভা ধরে,
কে দিলো তায় সুবাসিত বায়
জেনে নে মন ভরে।
চাঁদটা ঢালে ধরার ভালে
স্নিগ্ধ জোছনা ধারা,
জোনাকি বাতি আঁধার রাতি
ঘুচায় তমস সারা।
পাখির গানে নদীর তানে
মধুর সুরে সুরে ,
বাসবি ভালো জ্বলবে আলো
জ্ঞানের ভুবন জুড়ে।
রুদ্ধ ঘরে থাকলে পরে
জানবি শিখবি কবে?
খোল রে আগল শোন্ রে পাগল
বোধের পরশ রবে।