বুকের গভীরে জমে থাকা আবেগ মেখে
ভালোবাসা রেখেছিলাম গোপনে ঢেকে,
তুমি আমি দোঁহে এক মন এক প্রাণ হয়ে
প্রেমের আশ্লেষে মগ্ন সোহাগ ভরে লয়ে।
অনুরাগী মন রাঙে মল্লিকার সুবাসে
চয়ন করেছি কত মধু রাশে রাশে।
তুমি ছিলে প্রেরণাতে প্রতি পলে পলে
রচেছি কথাকলি শুধু প্রীতি ফলে।
এক পশলা চুম্বনে তুমি জাগালে মাদকতা
বিভোর মন তাই তোমাতেই সমর্পিতা,
শব্দের আখরে তুমি মায়াজাল বুনে
নিলে যে ঠাঁই তুমি শুধু নিজ গুনে।
সঁপেছি আমার এ মন তোমাতেই প্রিয়ে
যতো দেখি মুগ্ধতায় ছেয়ে গেছে হিয়ে,
সৃজনের কথাকলি মিলে তোমার সোহাগে
শব্দেরা সারি বেঁধে আসে অনুরাগে।
আমার এ মন শুধু তোমাকেই ঘিরে
সাজায় পশরা তার কবিতার নীড়ে,
তাই জানি কবিতা গো মিলে তুমি আমি
কাব্যের সম্ভার গড়ে যাবো দিন যামী।