মায়ের কথা মনে হলে
দুচোখ জলে ভাসে,
জীবন পথে সকল কাজে
মায়ের স্মৃতি রাশে।
বলতে লিখতে শিখাতো মা
কত যতন করে,
আমার যত লেখাপড়ায়
মায়ের স্নেহ ভরে।
লিখতো মা যে ছড়া পদ্য
শুনতাম মায়ের মুখে,
মনের ভেতর খুশির ঢেউ
উপচে পড়তো সুখে।
মায়ের ভারী সাধ ছিলো যে
আমিও হবো কবি,
আজকে যে মা তারার দেশে
দেখছি শুধুই ছবি?
মায়ের পায়ে প্রণাম রেখে
লিখি কাব্য- ছড়া,
জানি ,মায়ের আশিস আছে
আমার জন্যে ভরা।