১
কেউ নেই বলে তুমিও ঘরে ফিরে গেলে
এভাবে ফেরার হয়ে গেল সব মৃদু জল
খাঁখাঁ মাঠ শ্মশান খেউড়
জয় নিয়ে ধূসর মাদুরে বসে মাঠ
গ্লাসে গ্লাসে চিয়ার্স, কত ডালপালা
ভেতরে ভেতরে ঘুমনো অনুতাপ
২
বহুকাল ধ্রুবতারা ঢেকে আছে
নিশান বিহীন চওড়া রাজপথ
আশা দিয়ে টাটা বলে চলে গেল
এরপর কাটাবে কাল নিরুত্তর
সীমাহীন বঞ্চনা হতাশ ভেলায় চড়ে
স্বর্গে যাবে অসীম অপেক্ষায়
৩
এইসব ভেবে ভেবে বিবেক পাগল শ্রীনাথ
কাঁথা মুড়ি দেবেনা বলে হেঁটে গেল
কিঞ্চিৎ বিকল্প তার মনে জাগে
জন্ম সত্য!না মৃত্যু!! অভিধান ঘেঁটে দেখে নিল
মৃত্যুর হতে পারে পোস্টমর্টেম
লাশকাটা ঘরে মৃত্যু নয়,মনে হলো তার
জীবনেরই থাকে পূর্ণ ইতিহাস
শেষ বলে নেই কোন বাতি ঘর
কাঁথা মুড়ি দেবেনা বলে হেঁটে গেল পাগল শ্রীনাথ