চেয়েছি শুধু ভালোবাসা তোমার কাছে।
কাছে এলেও পাইনা মনের মাঝে।
মাঝে মাঝেই আমার বেদন বিধুর মন।
মন কে নিয়ে বিষম বিপাকেতে যাপন।
যাপন কথার দুঃখগুলো বলবো আর কাকে ।
কাকে শোনাবো কে আছে বুঝবে যে আমাকে।
আমাকে তো অবহেলায় দিলে ঠেলে দূরে।
দূরে গিয়েও দহন আঁচে বুকখানা যে পুড়ে।
পুড়ে নাকি ছাই হয় সে কি দেখেছি ।
দেখেছি শুধু চলে যাওয়া তবু সয়েছি।
সয়েছি তবুও বেহায়া মনে ভালোবেসেছি।
ভালোবেসেছি বলেই তো জীবনে শুধু তোমাকেই চেয়েছি।