ক্ষুধার জ্বালায় গরিব কাঁদে
শ্রমিক চাষি ঋণের ফাঁদে
মন্দ ভাগ্যের ফলে,
মাথার ঘামটা পায়ে ফেলে
শ্রমের দামটা নাহি মেলে
দু’চোখ ভরে জলে।
ধনীর ঘরে খাবার ভরে
অবহেলায় কতই পরে
দেখে নাকো তারা,
আশেপাশে গরিব কত
জঠর জ্বালায় মরছে শত
হয়ে অন্ন হারা।
শ্রমিক কৃষক মাঠে ঘাটে
ঘাম ঝরিয়ে শুধুই খাটে
পায় না ন্যায্য মূল্য,
ধনীর ঘরে গতর খাটায়
ভুল হলে মার লাথি ঝাঁটায়
গরিব পশুর তুল্য।
ধনী গরিব মানুষ সবাই
এক বিধাতার সৃষ্টি রে ভাই
এমন কেন তবে!
মানবতা মনে রেখে
সবাই যদি চলতে শেখে
বৈষম্য দূর হবে।