আকাশকে ছুঁতে পারা বড়োই কঠিন,
আকাশ কুসুম যে তা জানি ঠিক মনে;
অলীক স্বপ্নের জাল মনেতে রঙিন,
অবোধ হৃদয় তবু থাকে স্বপ্ন সনে।
জীবনের প্রয়োজন শুধু সেই জানে,
কল্পনার সুখে র’চে আপনার বাসা;
বাস্তবের ময়দানে শ্রম যেবা দানে,
চিন্তাহীন পরিযায়ী পাখি সম খাসা।
স্বপ্নের ফানুস ওড়ে চপলতা মেখে ,
বোধের পরশ যার থাকে সদা দূরে;
আকাশের মেঘমালা রাখে তারে ঢেকে,
নিঃসর্গের রূপশোভা চেতনা তে জুড়ে।
প্রজ্ঞার আলোক শিখা ঘুচালে সে ভ্রান্তি,
বোধোদয়ে চৈতন্যের হরে নেবে শ্রান্তি।