কিছু আকাঙ্ক্ষা ঝিনুকের খোলার মতো!
শুভ্রপৃষ্ঠে রঙিন আঁকিবুঁকি নুন সমুদ্দুরের বিস্তারে
ধূসর স্পন্দনহীন।
জীবন ! খোলসের মতো…
কিছুটা রঙ আর ধূসর ক্লান্তিতে নিস্প্রভ,
তবুও আমরা জীবনের ভাঁজ খুলি,কিছু সবুজ আর
নোনাজল স্তরে স্তরে সাজিয়ে তুলি।
নিঃশব্দে কুড়িয়ে নিই প্রকৃতির মৌন কোলাহল।
দৃষ্টিসীমায় রোমাঞ্চকর পাথুরে আর সবুজ হাতছানি…
আবেগী মন প্রাপ্তির পৃষ্ঠায় জমা করে আমাদের প্রেম।
ভালোবাসার বিশুদ্ধ উদ্ভাস খেলা করে
পৃথিবীর অবারিত ক্রোড় জুড়ে,
অনুভবের গভীরে প্রথিত প্রেমময় বুনো শেকড় আর মাটির কোলে কুসুমিত ঘ্রাণ!
আদিবাসী ঠোঁটের বারান্দায় অনাবিল হাসে
সাঁওতালী মন।
অনন্ত আকাঙ্ক্ষার ঝিনুক পড়ে থাকে ভাঙা পথে অথবা ভেসে যায় দূর বহুদূর ভাটার টানে,
আমাদের ফিরতে হয় আবার…
রিক্ত,শূণ্য সেই সে চেনায় শুধু।