সবটুকু ছেড়ে না গেলেও হয়তো পারতে!
ফেরার পথটা না হয় রাখতে খোলা-
চোখের আড়ালে হৃদয়ের ভাঁজের ভাগশেষ কি শূন্য?
ভাবনার পিছে একাকীত্বের ঘেরাটোপ দীর্ঘশ্বাসে দেখেছি আঁকিবুঁকি,
আরণ্যক বাতাস ছুঁয়ে শ্বাস প্রশ্বাস বুঝে নিতে হতো দাঁড়িপাল্লায়……….
জমে থাকা অশ্রু গড়িয়ে নয়-
উড়েই না হয় যেতো বাষ্প হয়ে,
চৌকাঠের বাইরে মাখামাখি করে আছে আলোছায়া,
ওত্ পেতে আছে সাবধানী অজস্র দেয়ালের কান,
এক পা ফেললে দু পা আসতে হয় পিছিয়ে…
সবকিছু থিতিয়ে যায় এক সময়,
দুঃখ গুলোকে বরং মুড়ানো থাক কিঞ্চিৎ ভালোবাসায়,
গোধূলিতে পাখিরা নির্দ্বিধায় ফিরে আসে কুলায়,
কিছু উষ্ণতায় না হয় ভিজে যাক গার্হস্থ্য উঠোন………..