“অস্তিত্ব” উপন্যাসটি বিখ্যাত ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী দ্বারা রচিত। উপন্যাসটির শুরু নিম্নবর্ণিত :
উত্তর মধ্য কলকাতায় দুশো আড়াইশো বছরের পুরনো বাড়ি দুর্লব নয়, কে জানে তার থেকে বেশি বয়সের আছে কি না। তবে তারা তো বাড়ি নয় প্রাসাদ। পরিচয়ের ক্ষেত্রে রাজপ্রাসাদ।
বড় বড় রাস্তায় বুকের উপর, অথবা নেহাৎই সরু সংকীর্ণ গলির বক্ষপঞ্জরের খাঁজে খাঁজে অনেকখানি অনেকখানি জমি জুড়ে অবস্থিত রাজা মহারাজদের সেইসব বিশাল দেহী প্রাসাদের বার্ধক্যজীর্ণপতনোন্মুখ অথবা অর্ধপতিত অথচ আভিজাত্য গম্ভীর চেহারা, আজকের পথচারী দর্শক কে একটা দার্শনিক নিঃস্বাস না ফেলিয়ে ছাড়ে ন।
উপন্যাসের পরের অংশটি পড়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : অস্তিত্ব (Astitwa)
লেখিকা : আশাপূর্ণা দেবী (Ashapurna Devi)
জনার্স (Genres) : উপন্যাস (Novel)
মোট পাতা : 124
PDF Size : 4.64