সুখের আশায় ছুটেছিলাম আমি
দুজনের কেউই ছিল না থামি।
সেদিন দুজনে হারিয়ে যাবার তরে
গেলাম হারিয়ে নিরুদ্দেশের ভিড়ে।
সেদিন দুজনে বসেছিলাম দুটিতে
সমুদ্র সৈকতের উষ্ণ বেলাভূমিতে।
চোখে চোখেই কত না বলা কথা
তবুও হলোনা বলা স্বপ্নের কথা।
দুজনের চোখেই ছিল কত স্বপ্ন
তাই দেখতেই ছিলাম দুজন মগ্ন।
সামনে সাগরের উত্তাল নীল জলরাশি
সেদিন দুজনে আমরা আনন্দেতে ভাসি।
স্বপ্নমাখা এই দুই চোখে
পলক পড়ছিলনা তোমায় দেখে।
নিরুদ্দেশের ভিড়ে হারিয়ে গিয়ে
বেঁচেছি আমি তোমায় নিয়ে।
সেদিন দুজনের দুই হৃদস্পন্দন
মিলে গেছিল তার একই কারণ।
এ তো নয় শুধুই হৃদস্পন্দন
এ ছিল আমাদের মনের অনুরণন।।