চড়াই চড়াই চড়াইটি
করলো আমার পড়া মাটি
নেচে বেড়ায় সামনে এসে
যেন আমায় ভালোবেসে।
মা বাবা তা বোঝে কই?
বলে, ‘পড়ায় মন নাই’,
খোলাই থাকে আমার বই
মনে ভিতর নাচে চড়াই।
এখন আমি কি করি?
ইচ্ছে করে চড়াই ধরি
আদর করি খুব তাকে
যাতে আমায় মনে রাখে।
চড়াই চড়াই চড়াইটি
করিস না আর পড়া মাটি,
মা বাবা দেখলে পড়ে
তাড়াবে তোকে দূর করে।