কালবৈশাখি জ্বালাক-পোড়াক,
কাল-বৈশাখিকে চাই!
বৈশাখী ছাড়া তপ্ত দেহ-মন
জুড়াতে কেহ নাই!
বৈশাখী ঝড়ে যেতে পারি উড়ে
তাতেও নেই দুখ্,
মরণের ঘরে যদি চলে যাই
সে মরণেও সুখ।
হিতাহিত জ্ঞান পরিণাম বোধ
উল্লাসে ভুলে যাই,
হোক সে ভীষণ,হোক সে ভয়াল
কালবৈশাখিকে চাই।
মুখোশ আড়ালে রয়েছে লুকিয়ে
সৃজনের মধুর হাসি,
মরুময় বুকে সবুজের ঢেউ
পৃথিবীকে ভালোবাসি।