দেখি চেয়ে বিশ্বজুড়ে
সবুজ শিশুরা অনাদরে
ঘোরে পথে অনাহারে
খাদ্য খোঁজে আস্তাকুঁড়ে।
কে দেখালো তাদের আলো
পৃথিবীতে এসে কি জানলো
স্নেহ মায়া মমতা হারালো
এঁটো পাতেই পেট ভরালো।
খুঁজে পেল না নিজের পিতামাতা
কেউ বোঝেনি তাদের মনোব্যাথা
দেয়নি মর্যাদা সমাজ ব্যবস্থা
নেই তাদের উপরে কারো আস্থা।
অসময়ে কলি দেখা দিল
কুঁড়িতেই তারা ঝরে গেল
কেউ কি কখনো তাদের খুঁজলো,
এঁটো পাতেই কি তারা মুক্তি পেলো?