কুহেলিকা সরিয়ে এলে তুমি
জোড়াসাঁকোয় মা বলে ডেকে
সূর্যের মতন ছড়িয়ে আলো
মায়ের কোলে পঁচিশে বৈশাখে।
শৈশবে পড়েছি তোমার সহজপাঠ
কৈশোরে মুগ্ধ করেছে চোখেরবালি,
কেটেছে আমার কত বিনিদ্র রাত
শ্রেষ্ঠ তোমার বেলাশেষের গীতাঞ্জলী।
তুমি রবে নীরবে হৃদয়ে মম
প্রভাতী আলোয় রবি কিরণে
উজ্জ্বল নক্ষত্র শুকতারা সম
স্নিগ্ধতা বিরাজে উদীয় তপনে।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
বাংলা ভাষায় দিলে নব প্রাণ
তোমার বন্দনা করি তোমার গানে
বিশ্বের দরবারে তুমি অম্লান।
ভানু সিংহ ছদ্মনামে তুমি পরিচিত
নৃশংস হত্যায় জালিয়ানওয়ালাবাগ
প্রথম নোবেল জয়ী বিশ্ব বিখ্যাত
হয়েও করেছিলে নাইট উপাধি ত্যাগ।