দ্বিখণ্ডিত কৰি জোয়ারে নাও ভাসিয়ে
কূল থেকে অকূলে যায়
মধ্যবর্তী চেতনায়।
এমন মগ্নতা বাল্মীকির কাছে
ধার করে শান্তি নির্বাসিত চঞ্চল হরিণী-মন ,
তাই গোধূলিতে বিবশ,হাঁ হয়ে দেখে
মায়াবী আসমান।
ফিনিক্স-প্রাণ মুরুব্বিতে এক কলস
বাসি দামী অমৃতসুধা ঢালে গলায়,বাঁচনকে আরো
উন্নত আরও দুস্তর পরিপক্ক বানাতে।
স্বপ্নিল দিনগুলো খসে পড়া চৈত্রের পাতা,
বিবর্ণ নৌকোয় বিহ্বলতা তাই খোঁজে
কিছু কিছু নতুন মুহূর্ত।