শরৎ শরৎ শরৎ খুঁজি
নীল আকাশের মাঝে
কাশফুল আর পেঁজা তুলো
ঢাকের বাদ্যি বাজে।
মধুর ধ্বনি বাতাসে আজ
নরম নরম মুখের ‘পরে
আনন্দ আর মনের মাঝে
শরৎ রানী খেলা করে।
নতুন সুতো নতুন পোশাক
হাসছে খুকু কাশের বনে
মুখটি ভ’রে আলোর জ্যোতি
দৃষ্টিতে ওই হৃদয় গোনে।
নদীর পায়ে কাশের নুপুর
রিনি ঝিনি বাজছে যেমন
পুজো পুজো গন্ধে বাতাস
আগমনির মন কেমন।
আমি খুঁজি হারিয়ে যাওয়া
মেঘের মাঝে মুক্ত ডানা
একটুখানি চোখের পলক
আজ হৃদয়ের নেইকো মানা।