নদী হয়ে মন পাড়ি দিতে চায় সাগরের মোহনায়,
ভোরের স্টেশনে রয়েছো যে বসে আমারি প্রতীক্ষায়।
অদেখা আকাশ ছুঁতে চায় মন অজানা স্রোতের টানে,
ব্যাকুল বকুল সুবাস ছড়িয়ে খোঁজে স্বপ্নের মানে।
নীলিমার নীলে স্বপ্নের রঙ সহসা ঢেকেছে মেঘে,
তোমার সোহাগে ভরপুর তবু কল্পিত অনুরাগে।
বুকের ভেতর সহসা জেগেছে কিশোরী-যাপন কাল,
ভাঙা মন নিয়ে স্বপ্নেরা মাতে হৃদয় যে উত্তাল।
ডাল ভেঙে পড়ে কৃষ্ণচূড়ার ঝরে পড়ে যত ফুল,
অঝোর ধারায় সিক্ত তবুও জেগেছে মর্মমূল
অকালের মেঘে স্বপ্নেরা ঢাকে,ঢাকে আকাশের আলো।
উদাসী চোখের ব্যাকুল দৃষ্টি স্বপ্নেরা এলোমেলো।
নক্সীকাঁথায় জড়ানো জীবন যেন এক বাঁধাঘাট,
বুকের ভেতর তবু খুঁজে ফিরি ভুবনডাঙার মাঠ।
বাঁশি শুনে বুঝি ট্রেন চলে যায় সম্বিত আসে ফিরে,
ব্যাগের ভেতর মুঠোফোনে বাজে রিংটোন সুরে সুরে।